[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদহাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু, খুলবে ১৯ সেপ্টেম্বর


প্রকাশিত: September 10, 2016 , 6:03 pm | বিভাগ: রংপুরের ক্যাম্পাস


 

hstu

হাবিপ্রবি লাইভ: উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ৯ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এ তথ্য জানানো হয় । সে অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে যথারীতি সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ।

নিজের নাড়িরটানে এক দিন আগে থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে অধিকাংশ ছাত্র-ছাত্রী।দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, নিজ জেলার সকল ছাত্রছাত্রী একতাবদ্ধ হয়ে বাড়ির দিকে রওনা হয়, ফলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকাসহ মুখরিত ক্যাম্পাস যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ফ্যাকাল্টির লেভেল ১, সেমিস্টার ২ এর ছাত্র মাহাবুব রুবাব জানায়, “অনেক কষ্টের পর টিকিট পাওয়ার পরেও নিজেকে অনেক আনন্দিত লাগছে,কারণ পাশে আছে আমার বন্ধু- দীপ্ত,সোহান। ক্যাপাসে এসে পেয়েছি এদের মতই হাজারো বন্ধু। তাই ঈদের আনন্দ ভাগ করে নেব তাদের সাথে।”

 

ঢাকা // ১০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এফআর