[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদহার্ভার্ড কেনেডি স্কুলের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি


প্রকাশিত: September 14, 2016 , 7:01 pm | বিভাগ: আপডেট,ন্যাশনাল,ফরেন ক্যাম্পাস


 
harvard-kennedy-school

লাইভ প্রতিবেদক: হার্ভার্ড কেনেডি স্কুলের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক প্রশিক্ষণ পাবেন।বাংলাদেশ সিভিল সার্ভিস কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের হার্ভাড কেনেডি স্কুলের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র এসোসিয়েট ডিন ডেবরা ইলস এ স্মারকে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হার্ভার্ড কেনেডি স্কুলে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তোলার জন্য সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর বিশেষ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় গতবছর কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেন। এ প্রেক্ষাপটেই হার্ভার্ড কেনেডি স্কুলের সাথে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মো. শামীম আহসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. আব্দুল হামিদ প্রমুখ।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রতিনিধিদলের সদস্যরা স্কুলের একাডেমিক ডিন আরচন ফুং, প্রফেসর জে. কে. রোজেনবাগ ও প্রফেসর হাগ ও দোহারিতির সঙ্গে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণের আয়োজন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।

এবিষয়টি সত্যি প্রশংসার দাবী রাখে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন।

 

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম