[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপুনর্মিলনী: সেই এক আবেগ এক অনুভূতি


প্রকাশিত: September 15, 2016 , 10:03 pm | বিভাগ: মিডিয়া এন্ড ইভেন্ট,রংপুরের ক্যাম্পাস


school

হাবিপ্রবি লাইভ: আহমেদ পুর এম এইচ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের পুনর্মিলনী অুনুষ্ঠিত হয়েছে।

পুরনো কিছু অনুভুতি নিয়ে নতুন করে আট বছর পরে আবারও সবাই এক হয়েছিল খানিকটা সময়ের জন্য।

ফিরে পেয়েছিল শৈশব। যখন সারাটাদিন কাটতো একসাথে এক সাড়িতে। পড়াশুনা,হাসি,গান,অন্যের টিফিন চুরি ও পেছনে লাগার জন্য স্যারের হাতের
পিটুনি কোনোটাই কারোর আড়ালে থাকতো না।

যার সাথে কোনোদিনের জন্যও কথা হয়নি আজ তাকেও ভীষণ আপন মনে হয়েছে এই আয়োজনে।

সময়ের স্রোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকলেই। তবুও শত বাধা-বিঘ্ন কাটিয়ে আবারও এক…। সেই এক আবেগ এক অনুভূতি।

সকলের ভাষ্য কথা দিচ্ছি,থাকবোও এভাবেই…।

আজকের আয়োজনে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু কুমার সরকার ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো:শরিফুল ইসলাম। সারাদিন অনেক মজা শেষে সবার মনে একটা গান গুন গুনিয়ে বাজছিল আজ এই দিনটাকে মনের খাতায়…লিখে রাখ আমায় পরবে মনে কাছে দূরে যেখানেই থাকো…

 

ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম