[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপুসাবের নতুন কমিটি গঠন


প্রকাশিত: September 17, 2016 , 12:51 pm | বিভাগ: ইভেন্ট,এচিভমেন্ট


poshab

লাইভ প্রতিবেদক: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এর ৩য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর (গতকাল) বিকালে ৩য় ঈদ পুনর্মিলন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান ২০১৬ তে কমিটি ঘোষণা করেন পুসাবের সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম।

২৫ সদস্যের এ কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন আহমেদ আকাশকে সভাপতি ও আরাফ আহমদকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
পুসাবেরনবগঠিতকমিটি:
সভাপতি:হুসাইনআহমেদআকাশ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। সহ-সভাপতি : সৌরভদেবনাথসাগর,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মনিরউদ্দিন আরিফ,ঢাকা বিশ্ববিদ্যালয়;সাইফুলইসলাম,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

সাধারণসম্পাদক :আরাফআহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সহ-সাধারণসম্পাদক :বিভাষদেবনাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাংগঠনিকসম্পাদক:বাদলহাজং বাপ্পি,ঢাকা বিশ্ববিদ্যালয়। সহ- সাংগঠনিকসম্পাদক:সালমানআহমেদ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
অর্থসম্পাদক:রায়হানআহমেদনোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সহ-অর্থসম্পাদক:সোহাগআহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রচার ও প্রকাশনাবিষয়কসম্পাদক:সুব্রতদেবনাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সহ- প্রচার ও প্রকাশনা বিষয়কসম্পাদক:শহীদুল্লাহকায়সার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও সংস্কৃতিবিষয়কসম্পাদক:আয়েশাআক্তারইতি,ঢাকা বিশ্ববিদ্যালয়।
সহ- শিক্ষা ও সংস্কৃতিবিষয়কসম্পাদক:জাকিরহোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যবস্থাপনাবিষয়কসম্পাদক:হোসাইনআহমেদ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সহ-ব্যবস্থাপনাবিষয়কসম্পাদক:মোশারফহোসেন,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। দপ্তরসম্পাদক:রেহানাপারভীনআন্নি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সহ-দপ্তরসম্পাদক:বাবলু আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নির্বাহীসদস্যগণ:আশিকুররহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; সৃজনপাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; সবুজদেবনাথ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ; রেজাউলকরিম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; অটলতালুকদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; হ্যাপীআক্তার,ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজিজাবেগম,ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম