[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদখুলেছে শাবির আবাসিক হল


প্রকাশিত: September 17, 2016 , 9:24 pm | বিভাগ: আপডেট,পাবলিক ইউনিভার্সিটি,সিলেটের ক্যাম্পাস


sust-edu

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে আগামী রোববার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাস।

ওই দিন থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সকালে আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য ও দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট প্রফেসর ড. এস এম হাসান জাকিরুল ইসলাম।

তিনি জানান, হলের বৈধ শিক্ষার্থীদের কেবল হলে ঢুকতে দেয়া হবে। তবে রোববার থেকে শিক্ষার্থীরা হলভর্তি নবায়ণ করতে পারবে।

ঈদের ছুটি কাটিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হল ও মেসে ফিরতে শুরু করেছেন। ফলে আবারো মুখরিত হয়ে উঠছে শাবি ক্যাম্পাস।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়ার কথা থাকলেও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে ১ সেপ্টেম্বর সকল আবাসিত হল বন্ধ করে দেয় প্রশাসন।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ