[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমেডিকেল কলেজে ভর্তি প্রস্তুতি


প্রকাশিত: September 19, 2016 , 11:18 pm | বিভাগ: খবর,স্টাডি


Medical-admission-test-bd+cl

আব্দুল্লাহ আল মাহমুদ: 

জীববিজ্ঞান

১। নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে না?

ক. চোখ খ. জিহ্বা

গ. জরায়ু ঘ. হাত

২। কোনটি মিশ্র স্নায়ু?

ক. ফেসিয়াল খ. অপটিক

গ. অডিটরি ঘ. ট্রকলিয়ার

৩। লিম্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠন কোন হরমোনের কাজ?

ক. থাইমোসিন খ. প্যারাথরমোন

গ. গ্লুকাগন ঘ. অক্সিটোসিন

৪।কোনটি মেসোডার্ম থেকে গঠিত হয় না?

ক. ডার্মিস খ. কঙ্কালতন্ত্র

গ. দাঁতের ডেল্টিন

ঘ. পৌষ্টিকনালির অন্তস্তর

৫। লালারসে কোন ব্যাকটেরিয়ানাশক থাকে?

ক. স্পার্মিন খ. লাইসোজাইম

গ. ল্যাক্টোপার অক্সিডেজ

ঘ. ল্যাকটিক এসিড

৬।জীবের বাহ্যিক লক্ষণকে কী বলে?

ক. ফেনোটাইপ খ. জিনোটাইপ

গ. প্রকট বৈশিষ্ট্য ঘ. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

৭। ক্লাইনোট্যাক্সিস আচরণ দেখা যায় কোন প্রাণীতে?

ক. ড্রাগন খ. বাটারফ্লাই

গ. মৌমাছি ঘ. রেড বিটল

৮। আবরণীবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি?

ক. লাইসোজোম খ. পার-অক্সিজোম

গ. গলজি বস্তু ঘ. রাইবোসোম

৯। মাইটোসিস প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

ক. অ্যামাইটোসিস

খ. ক্যারিওকাইনেসিস

গ. ডায়াকাইনেসিস

ঘ. সাইটোকাইনেসিস

১০। গ্লুকোজ কী ধরনের যৌগ?

ক. নন-রিডিউসিং সুগার

খ. হেক্সোস মনোস্যাকারাইড

গ. ট্রায়োজ মনোস্যাকারাইড

ঘ. হেপটোজ মনোস্যাকারাইড

১১। কোন উদ্ভিদ ভাইরাসে DNA থাকে?

ক. সুগারকেন মোজাইক

খ. টোব্যাকো মোজাইক

গ. ফুলকপি মোজাইক

ঘ. টারনিপ মোজাইক

১২। কোন রোগটি ব্যাকটেরিয়াসৃষ্ট?

ক. হেপাটাইটিস খ. ম্যালেরিয়া

গ. ডেঙ্গু ঘ. কলেরা

১৩। ছত্রাকের সঞ্চিত খাদ্য কোনটি?

ক. সেলুলোজ

খ. চর্বি ও প্রোটিন

গ. গ্লাইকোজেন

ঘ. গ্লাইকোজেন ও তৈলবিন্দু

১৪। Plasmodium vivax-এর সুপ্তাবস্থা কত দিন?

ক. ১২-২০ দিন

খ. ৮-১৫ দিন

গ. ১৮-৪০ দিন ঘ. ১১-১৬ দিন

১৫। কোনটি সান ফার্ন?

ক. Riccia খ. Equisetum

গ. Selaginella ঘ. Pteris

১৬। Cycas উদ্ভিদের শুক্রাণু কিরূপ?

ক. ফ্লাজেলাবিহীন

খ. এক ফ্লাজেলাযুক্ত

গ. দ্বি ফ্লাজেলাযুক্ত

ঘ. বহু ফ্লাজেলাযুক্ত

১৭। কোনটি অমরাবিন্যাসের প্রকার নয়?

ক. প্যারাইটাল

খ. রেটিকুলেট

গ. সুপারফিসিয়াল

ঘ. মার্জিনাল

১৮। নিচের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে?

ক. মজ্জা খ. অন্তঃত্বক

গ. পরিচক্র ঘ. মূলত্বক

১৯। নিম্নের কোন আয়ন উদ্ভিদ সবচেয়ে দ্রুতগতিতে শোষণ করে?

ক. Mg++ খ. Na+

গ. K+ ঘ. Ca++

২০। সবাত শ্বসনে মোট কত অণু ATP তৈরি হয়?

ক. 24 খ. 33

গ. 38 ঘ. 41

উত্তর

১. গ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. গ

১৯. গ ২০. গ

 

কার্টেসি: আব্দুল্লাহ আল মাহমুদ,জাতীয় মেধাতালিকায় প্রথম (২০১২-১৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ।

 

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম