[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদঢাবিতে ‘খ’ ইউনিটে ৭৩ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশিত: September 23, 2016 , 11:24 am | বিভাগ: আপডেট,এডমিশন,পাবলিক ইউনিভার্সিটি


DU1

লাইভ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ‌্য দিয়ে এবার শুরু হয়েছে চলতি বছরের ‘ভর্তিযুদ্ধ’। এবার ‘খ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থী সংখ‌্যা ১৬ জন। ৩৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছেন।

তাদের মধ‌্যে ২ হাজার ২৪১ জন শিক্ষার্থী শেষ পর্যন্ত ঢাকা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এই ইউনিটের পরীক্ষার মাধ‌্যমে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ; আর্থ অ‌্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, সমাজকল্যাণ বিভাগ; গবেষণা ইনস্টিটিউটের সমাজকল্যাণ বিভাগ; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা (বিএড সম্মান); আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষায় সম্মান কোর্স; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্বাস্থ্য অর্থনীতি এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ‌্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ‌্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হচ্ছে এবার।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের পাঁচটি কেন্দ্র হল- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ‌্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।

শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা হবে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন