[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসৌদি আরবে সড়ক দুর্ঘটনা


প্রকাশিত: September 23, 2016 , 2:52 pm | বিভাগ: ইন্টারন্যাশনাল


দুর্ঘটনা

লাইভ প্রতিবেদক: আজ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন বাংলাদেশী শ্রমিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানান।
সৌদি আরব থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ টেলিফোনে বৃহস্পতিবার বিকেলে বাসসকে জানান।

দেশটির রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে কাতিফ এলাকায় আজ বাংলাদেশী শ্রমিকদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে আরেকটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, ছয় শ্রমিকের মধ্যে পাঁচজনের সম্পূর্ণ পরিচয় পাওয়া গেছে- তারা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার শহীদুল ও বাবুল, পটুয়াখালীর কেশবপুরের রফিকুল এবং ভোলার রানা ও শাহাবুদ্দিন।

রাষ্ট্রদূত জানান, নিহত অপরজনের নাম সিরাজুল ইসলাম। তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তিনি আরো জানান, আহত সাইফুল ইসলাম একটি সৌদি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সেখানে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা ‘গুরুতর’। আহতের চিকিৎসার বিষয় দেখভালের জন্য দূতাবাসের একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।
গোলাম মসিহ জানান, ‘যদিও আজ সৌদি আরবে জাতীয় ছুটির দিন… কিন্তু আমরা এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছি এবং আহত শ্রমিকের চিকিৎসার তদারকি করছি।’

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ