[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদইবি ছাত্রলীগের আনন্দ মিছিল


প্রকাশিত: September 29, 2016 , 6:57 pm | বিভাগ: আপডেট,ইভেন্ট,খুলনার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


jowel+iucl

 

ইবি লাইভ: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
জননেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন থাকলেও বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে একদিন পরে এই কর্মসূচি পালন করেছেন তারা।

কর্মসূচির শুরুতেই সকাল সাড়ে ১১টার দিকে ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি আনন্দ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো দলীয় টেন্টে এসে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ইমদাদুল হক সোহাগ, সাধারন সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর রহমান, শাহজাহান কবির সোহেল, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু।

মাসুদ, নোমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, দপ্তর সম্পাদক সুজন কুমার দে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রহিম, সাদ্দাম হোসেন হল সভাপতি নাঈম, সাধারন সম্পাদক সাগোর, মীর মশাররফ হোসেন ভবন সভাপতি সুজয়, সাধারন সম্পাদক বিল্লাল প্রমূখ।

মিছিল শেষে দলীয় টেন্টে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয় । এছাড়া উপস্থিত অন্যান্যদের মাঝেও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।