[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসেলফি-কুইন!


প্রকাশিত: September 29, 2016 , 10:11 pm | বিভাগ: শোবিজ


Kareena-Selfieindia

শোবিজ লাইভ: সেলফি। আলোচিত শব্দ। কে না জানে এর রহস্য ভেদ। সেলফি জ্বরে ভোগেন অনেকেই। এযুগে এটা তুললে আধুনিকতার ছোঁয়া থেকে দুরে দুরে মনে হয়। সময়টাই এখন সেলফি’র। যেখানে সেখানে সেলফি তোলার দৃশ্য হরহামেশাই দেখা যায়।

তাবৎ দুনিয়া জুড়ে এর নামে কাঁপে। এবার বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানালেন তিনি সেলফি তুলতে নাকি খুবই ভালোবাসেন। তার ভাললাগে। নিজেকে ‘সেলফি কুইন’ উপাধি দেন তিনি!
ইন্ডিয়ান এক্সপ্রেসস জানায়, ভোগ বিএফএফাসে অনুষ্ঠানে তার সেলফি-প্রীতির কথা জানিয়েছেন কারিনা।

অনুষ্ঠানে উপস্থাপক কামাল সিধুর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘‘আমাকে সবাই সেলফি-কুইন বলে। সারাক্ষণই নিজের দিকে ফোন-ক্যামেরা তাক করেই থাকি! যেখানেই যাই, যাই করি তার একটা সেলফি তুলি। বলতে গেলে প্রতি পাঁচ মিনিট পরপরই আমি একটা করে ছবি তুলি নিজের!’’

‘ভোগ বিএফএফএস’ এর আগামী পর্বে নিজের অভিনয় জীবন ও প্রিয়-অপ্রিয় নানা প্রসঙ্গে কথা বলতে দেখা যাবে কারিনাকে। এ অনুষ্ঠানে কারিনার সঙ্গে আরও উপস্থিত থাকবেন ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রা।

শনিবার ‘কালার ইনফিনিটি’ টিভির পর্দায় সম্প্রচারিত হবে ‘ভোগ বিএফএফএস’ অনুষ্ঠানের এ পর্ব।

তবে কারিনার এই সেলফি প্রেমের ভক্তের অভাব নেই। তরুণ-তরুণী ও সব বয়সের মানুষই এটা পছন্দ করেন।

 

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম