[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদকিছুটা রহস্য, কিছুটা ভয় মিশেছে ‘কুহেলি’তে


প্রকাশিত: September 30, 2016 , 7:27 pm | বিভাগ: শোবিজ


kuheli

শোবিজ লাইভ: শহরে নতুন এসেছেন তাঁরা। তাঁরা অর্থাৎ ইন্দ্রাশিস এবং পূজারিণী। আর তারপর? হ্যাঁ। এই তারপরটাতেই মিশে আছে রহস্য। যার উত্তর দেবে আসন্ন ছবি ‘কুহেলি’। কিছুটা রহস্য, কিছুটা ভয়—

এই মশলা দিয়েই নিজের নতুন ছবির হেঁশেল সাজিয়েছেন পরিচালক দেবারতি গুপ্ত। ছবিতে ইনভেস্টিগেটিং অফিসারের ভূমিকায় রয়েছেন কৌশিক সেন। ট্যারো কার্ড রিডারের একটি বিশেষ চরিত্রে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর।

পরিচালকের কথায়, ‘‘আমরা ছবিতে ফ্রেশ অভিনেতাদের কাস্ট করেছি। টার্গেট অডিয়েন্স মূলত ইয়ং জেনারেশন। লুক অ্যান্ড ফিলও একদম নতুন। আশা করছি দর্শকদের ভাল লাগবে।’’ প্রযোজক অভিষেক ঘোষ জানিয়েছেন, ‘কুহেলি’-তে প্যাকেজিংটা খুব সুন্দর। শুধু থ্রিলার নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে এক নতুন ভালবাসার গল্পও।

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ