[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায় আসছেন


প্রকাশিত: September 30, 2016 , 7:43 pm | বিভাগ: আন্তর্জাতিক খেলা,স্পোর্টস


England

স্পোর্টস লাইভ: দীর্ঘ ৬ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে ঢাকা আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৫৮ ফ্লাইটে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।

ক্রিকেটারদের পাশাপাশি ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা প্রতিনিধি, ইসিবিরি কর্মকর্তা ও কোচিং ষ্টাফসহ ঢাকা সফরে মোট ৩৪ জন আসছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে ২ টি টেস্ট ম্যাচ ও ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও একটি ৫০ ওভারের প্রস্তুতি ও ২ টি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। প্রস্তুতি ম্যাচ দু’টি হবে বিসিবি একাদশের বিপক্ষে। একদিনের সিরিজ শুরুর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে লড়বে সফরকারীরা।
এরপর ৭ অক্টোবর থেকে শুরু হবে মাশরাফি বাহিনীদের বিপক্ষে সফরকারীদের একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ। সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। প্রথম দু’টি খেলা ঢাকায় আর শেষ ম্যাচটি গড়াবে চট্টগ্রামের মাঠে।

একদিনের আন্তর্জাতিক সিরিজ শেষে চট্টগ্রামে বিসিবি একাদশের সাথে ২টি দু’দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। যার মধ্যে প্রথমটি মাঠে গড়াবে ১৪-১৫ অক্টোবর আর শেষ্টি ১৫-১৬ অক্টোবর। তারপর সাদা পোষাকে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে মুশফিক বাহিনী। ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি চট্টগ্রামে ২০-২৪ অক্টোবর চলার পর দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ঢাকা ফিরে আসবে উভয় দল।

২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্টে মোকাবেলা করার পর ২ নভেম্বর ঢাকা ছাড়বে ইংল্যান্ড ক্রিকেট দল।

বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড-

টেস্ট স্কোয়াডঃ অ্যালিস্টার কুক, মঈন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, বেন ডাকেট, স্টিফেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

ইংল্যান্ড ওয়ানডে দলঃ জশ বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডউসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ