[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদরেস্তোরায় থালাবাসন পরিষ্কারক থেকে কোটিপতি!


প্রকাশিত: September 30, 2016 , 8:06 pm | বিভাগ: ফিচার


koti

লাইভ প্রতিবেদক: রেস্তোরায় থালাবাসন মাজতেন, সেখান থেকে হয়েছেন ধনকুবের! বর্তমানে তার মোট সম্পত্তি ৬ বিলিয়ন ডলারেরও বেশি! এই `অসম্ভবকে সম্ভব` করা মানুষটির নাম শাহিদ খান বা শাদ খান।

শাহিদ খানের জন্ম পাকিস্তানে। এ দেশ থেকে তিনি আমেরিকা গিয়েছিলেন ১৬ বছর বয়সে। এখন ৬৬ বছর বয়সে তিনি শাসন করছেন মার্কিন অর্থনীতি।

লাহোরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম শাহিদের। বাবা ছিলেন ব্যবসায়ী, আর মা গণিতের অধ্যাপিকা। ১৯৬৭ সালে ১৬ বছরের শাহিদ পাড়ি দেন আমেরিকা, ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে। পরে সেখান থেকে পাশ করেন মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

ছাত্রজীবনের শুরুতে শাহিদ আমেরিকার রেস্তোরায় বাসন মাজার কাজ করতেন। পারিশ্রমিক ছিল ঘণ্টা প্রতি ১ দশমিক ২০ ডলার। থাকতেন হোটেলে।

ইঞ্জিনিয়ারিং পাশ করে শাহিদ চাকরিতে যোগ দেন ইলিনয়ের ফ্লেক্স-এন-গেট নামের এক প্রতিষ্ঠানে। আজ তিনি এই প্রতিষ্ঠানের মালিক। গাড়ির যন্ত্রাংশ বানায় তার প্রতিষ্ঠান।

এছাড়াও তার মালিকানায় আছে আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএল-এর পেশাদার ফুটবল দল জ্যাকসনভিল জাগার্স এবং ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের-এর দল ফুলহাম এফ.সি.।

ধূমকেতুসম রূপকথার উড়ানের পরে শাহিদকে ফোর্বস পত্রিকা বলেছে, `তিনি গোটা আমেরিকার স্বপ্নের প্রতীক বা সমার্থক`।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ