[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবেরোবিতে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালিত


প্রকাশিত: October 2, 2016 , 8:52 pm | বিভাগ: আপডেট,পাবলিক ইউনিভার্সিটি,রংপুরের ক্যাম্পাস


BERUBI

বেরোবি লাইভ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও ইয়ুথ গ্রুপের আয়োজনে আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে পথশিশু, স্থানীয় ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সমন্বয়ে শিশু অধিকার নিশ্চিতকরণের আহ্বান জানানো হয়।

সেভ দ্য চিলড্রেন ও ইনসিডিন বাংলাদেশ এর সহায়তায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া-কবিতা আবৃতি, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইলিয়াস সাব্বির শিশু অধিকার বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করে বলেন, পরিবার হচ্ছে শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র, তাই পরিবার সচেতন হলেই শিশু অধিকার বাস্তবায়ন সম্ভব।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মীর্জা আমিরুন নেছার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর রিপুল কবির, আনোয়ার হোসাইন, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো: মোরশেদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর তানজিউল ইসলাম ইনসিডিন বাংলাদেশ এর অপারেশনাল চিফ মুশফিকুর রহিম প্রমুখ।

ঢাকা, ০২ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ