[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসবাইকে জানিয়েই বিয়ের পিড়িঁতে বসতে চাই: বিপাশা


প্রকাশিত: October 2, 2016 , 9:11 pm | বিভাগ: শোবিজ


থৃনহপ

শোবিজ লাইভ: লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যে দিয়ে তার উত্থান। পরবর্তীতে সিনেমায় আইটেম গানে অংশ নিয়ে আলোচনায় আসেন।আবারও আলাচনায় এলেন বিপাশা। তবে নতুন আইটেম গানে নয়। এবার তার বিয়ের গুঞ্জন বইছে। সেটিকে ঘিরেই আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তবে এটিকে নিছক গুজব বলেই উড়িয়ে দিলেন বিপাশা।

সম্প্রতি ফিল্ম পাড়ায় গুজব ছড়িয়েছে বিপাশা নাকি গোপনে বিয়ে করেছেন। পাত্র আর কেউ নয় তার দীর্ঘদিনের প্রেমিক। বিষয়টি খোলসা করেছেন বিপাশা নিজেই। তিনি বলেছেন ‘সত্যিই বলছি, এমন খবর মিথ্যা। আমি কেন লুকিয়ে বিয়ে করবো। অবশ্যই মিডিয়াকে জানিয়েই বিয়ের পিড়িঁতে বসতে চাই।’

তিনি বলেন, ‘এক শ্রেণির অসাধু লোক এমন খবর ছড়া‌চ্ছে। তারা আ‌মার ক্যা‌রিয়া‌রের সাফল্যে ঈর্ষান্বিত। তাই আমার মসৃণ ক্যারিয়ারে দিতে চায়। আস‌লে মাসুম পারভেজের সা‌থে আমার মন দেওয়া নেওয়া চলছে । কিন্তু বিয়ের ব্যাপারে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি।’

বর্তমানে বিপাশা তরুণ নির্মাতা সৈকত নাসির ‘পাষাণ’ও ‘খাস জমিন’সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছে তিনি।

ঢাকা, ০২ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ