[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজনতা ব্যাংকের দুই কর্মকর্তা গ্রেপ্তার


প্রকাশিত: October 6, 2016 , 9:28 pm | বিভাগ: ক্রাইম এন্ড 'ল


Arrest

লাইভ প্রতিবেদক: বিসমিল্লাহ গ্রুপে ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের দুই উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাংকার হলেন জনতা ব্যাংক ভবন করপোরেট শাখার ডিজিএম আজমুল হক ও এস এম আবু হেনা মোস্তফা কামাল। তারা দুজনই দুটি করে মামলার এজাহারভুক্ত আসামি। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দুদকের দলটিতে ছিলেন উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, এস এম রফিকুল ইসলাম, জালাল উদ্দিন ও আহেরুজ্জামান।

সূত্র জানায়, জনতা ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের মোট ৩৩২ কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা হয়। ওই সব মামলায় আজমুল হক ও এসএম আবু হেনা মোস্তফা কামালসহ ১২ ব্যাংকার আসামি হয়েছেন।

ঢাকা, ০৬ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ