[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদশাবি ছাত্রলীগ নেতা বদরুলের ওপর জনতার অ্যাকশন (ভিডিও)


প্রকাশিত: October 7, 2016 , 1:54 pm | বিভাগ: আপডেট,সিলেটের ক্যাম্পাস


bodrul-live-3

শাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ নেতা বদরুলকে নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা অক্তার নারগিসের ওপর হামলার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে। তার ফাঁসির দাবিতে আন্দোলনে রয়েছে জনতা।

এদিকে সোমবার খাদিজার ওপর হামলার পর বদরুলকে গণপিটুনি দেয় জনতা। তবে অনেকেই আফসোস করেছেন জনতার ওই প্রতিবাদ আরো আগে হলে হয়তো খাদিজার এমন দশা হত না।

উল্লেখ্য, সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা আকতার নারগিস রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। তার সুস্থতার অপেক্ষায় রয়েছেন দেশের মানুষ।

চলুন দেখে নেয়া যাক সেই ভিডিওটি :

 

ঢাকা, ০৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন