[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান (জুয়োলজি ও বোটানি)


প্রকাশিত: October 8, 2016 , 12:58 am | বিভাগ: আপডেট,এডমিশন,মেডিকেল কলেজ


medical

লাইভ প্রতিবেদক : মেডিকেলে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। চলুন জেনে নেয়া যাক জুয়োলজি ও বোটানির প্রশ্নের সমাধান :

জুয়োলজি :

১. হৃৎপিন্ডের রোগ নির্ণয়ে প্রাথমিকভাবে কোন পরীক্ষাটি করা হয় : ইসিজি

২. ৬ বছর বয়সে মেয়ের দন্ত সংকেত : |2C1POM2

৩. মস্তিস্কে নিউরন সংখ্যা : ১০ বিলিয়ন

৪. ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কালের অংশ নয় কোনটি : ওসেলি

৫. রুই মাছের আইশের বৃদ্ধি ঘটে কোন ঋতুতে : বসন্তে

৬. যকৃতের সবচেয়ে বড় খণ্ড : ডানখণ্ড

৭. মানুষের কব্জির অস্থি কয়টি : ৮টি

৮. মানুষের রক্তক্ষরণকালের স্বাভাবিক সময় কত : ১-৪ মিনিট

৯. কোনটি প্যারান্যাসাল সাইনাস নয় : অক্সিপিটাল সাইনাস

১০. জুরাসিক যুগের সময়কাল কতবছর পূর্বের : ১৬ কোটি বছর

১১. স্বাভাবিক পুরুষ ও বাহক মহিলার সঙ্গে বিয়ে হলে কি ঘটে : সবগুলো পুত্র বর্ণান্ধ

বোটানি :

১. কোনটি ভিন্ন : Typhoid fever

২. ফিলোসফিকা কার লেখা : লেমার্ক

৩. অবাত শ্বসনে কত অনু এটিপি তৈরি হয় : ২৬

৪. কোনটি রিডিউসিং সুগার : গ্লুকোজ

৫. বাংলাদেশের কত প্রজাতির প্রাকৃতিকভাবে জন্মে  : ৫ প্রজাতির

৬. একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের দিকে কোন পদার্থের ছড়িয়ে পড়াকে বলে : ব্যাপন

৭. জিন মিউটন কি : জিন মিউটেশনের একক

 

বি:দ্র : মেডিকেল স্টুডেন্টদের সাহায্য নিয়ে প্রশ্নের উত্তর তৈরি করা হয়েছে।

যারা সাহায্য করেছেন

মো. সাইফুল্লাহ
কামরুল ইসলাম
তাহেরা খানম
হাবিবুর রহমান
আবদুল্লাহ খালেদ

রবিউল ইসলাম
মুহিবুর রহমান
শাম্মী আকতার

 

ঢাকা, ০৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন