[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদইবির ব্যবস্থাপনা বিভাগের এলামনাই কমিটি গঠন


প্রকাশিত: October 8, 2016 , 2:49 am | বিভাগ: খুলনার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


IU-PIC.1

ইবি লাইভ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবস্থাপনা বিভাগের এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

এতে রোমো গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিনকে আহবায়ক ও গোয়ালন্দ হ্যাচারি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম খানকে সদস্য সচিব করা হয়। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, হাফিজুর রহামন, নাজমুল হক, সদস্য জালাল উদ্দিন তুহিন, হাফিজুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।

জানা গেছে, শুক্রবার ঢাকার বিজয় সরণীতে পূনঃমিলনী প্রস্তুতি সভার মাধ্যমে ওই এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

IU-PIC.2

প্রস্তুতি সভায় ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মনিরুজ্জামান, ইবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আলীনুর রহমান, প্রফেসর ড. রুহুল আমীন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আরশাদ আলী মাতুব্বর, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. খসরু মিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. খাইরুল ইসলাম রুবেল, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রফেসর গোলাম রব্বানি, এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার ইয়ামিন মাসুম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আবিদ হোসাইন, চিজিং বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন তুহিন, রেডসান ইন্ট্যারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান হাফিজুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের সহকারি পরিচালক নাজমুল হোসেন, গ্লোবাল কমিউনিকেশন লিঃ এর সিইও মিজানুর রহমান, রোমো গার্মেন্টেস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিন, গ্রীন স্টার ইন্টারন্যাশনাল এর জি.এম. আরিফ মোহাম্মদ রেজাসহ বিভাগের সকল ব্যাচের প্রায় দুই শতাধিক প্রতিনিধি।

সভাটি পরিচালনা করেন গোয়ালন্দ হ্যাচারি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম খান।

 

ঢাকা, ০৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন