[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদ‘ডোন্ট হোল্ড ব্যাক’:রণবীর সিং (ভিডিও)


প্রকাশিত: October 10, 2016 , 8:06 pm | বিভাগ: শোবিজ


ranveer-singh-+cl

শোবিজ লাইভ: কেবল অভিনয় নয়। গাইতেও পারেন বলিউডের সুপরিচিত তারকা রণবীর সিং। সকলেই জানেন অভিনয়ের পাশাপাশি গাইতে পারেন এমন প্রমাণ এরইমধ্যে অভিনয নয়। গাইতেও পারেন বলিউডের সুপরিচিত তারকা অনেক তারকাই দিয়েছেন।

অমিতাভ বচ্চন, সালমান খান, প্রিয়াংকা চোপড়া, পরিনীতি চোপড়া এমনকি হালের সোনাক্ষি সিনহাও গানের ক্ষেত্রে কতটা পারদর্শী সেই প্রমাণ দিয়েছেন।

তবে এর মধ্যে প্রিয়াংকা পেশাদার গানের শিল্পীর তকমাও নিজের নামের পাশে জড়াতে পেরেছেন। এবার সংগীতে নাম লেখালেন বলিউডের আরেক তারকা রণবীর সিং। সম্প্রতি একটি গান গেয়ে ইউটিউবে প্রকাশও করেছেন তিনি।

শুধু তাই নয়, গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেনও রণবীর। ‘ডোন্ট হোল্ড ব্যাক’ শিরোনামের গানটি এরই মধ্যে ইউটিউবে ব্যাপক সাড়া জাগিয়েছে। অনেকে রণবীরের কণ্ঠের প্রশংসা করছেন।

মূলত এটি একটি র‌্যাপ সং। আর নায়কের মতে এটি দুর্গা পূজায় তার ভক্তদের জন্য একটি বিশেষ উপহার।

এদিকে ভক্তদের প্রশংসার পাশাপাশি চলছে সমালোচনাও। অনেকে বলছেন, কিছুদিন পরই রণবীরের ‘বেফকরি’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর এই ছবিটি নিয়ে আলোচনায় থাকার কৌশল তিনি অবলম্বন করেছেন বলেই ধারণা তাদের।

 

ভিডিও:

 

ঢাকা, ১০ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম

 

 

 

 

 

 

 

 

 

ভিডিও: