[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবগুড়ায় টিএমএসএস মেডিকেলে ভবন ধসে নিহত ১ আহত ১০


প্রকাশিত: October 11, 2016 , 10:49 am | বিভাগ: মেডিকেল কলেজ


btmssc

বগুড়া লাইভ : বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৯ তলা বিশিষ্ট ছাত্রীনিবাসের ছাদ ধসে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

নিহতের নাম আব্দুল মোমিন (৪৫)।

বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকার মেডিকেল কলেজ চত্বরে নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মোমেন একজন নির্মাণ শ্রমিক। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

জানা য়ায় , টিএমএসএস মেডিকেল কলেজের বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য নির্মাণ করা ৯ তলা ছাত্রাবাসের বর্ধিত অংশের ঢালাই কাজ চলছিল। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঢালাই কাজ শেষ পর্যায়ে সাটারিংসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল মোমিন (৪০) নামের একজন নির্মাণ শ্রমিক মারা যায়।

এসময় আহত হন আররো কমপক্ষে ১০ জন শ্রমিক। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঢালাইয়ের নীচে চাপা পড়া হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের মধ্যে ৭ জনকে টিএমএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক বজলুর রশিদ জানান, নির্মাণাধীন ছাত্রী হোস্টেলের বর্ধিত অংশের ছাদের ঢালাই কাজ ধসে একজন নিহত হয়েছেন। আহতদের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঢাকা, ১১ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম