[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদএক তুষার সন্ধ্যার অরণ্যে


প্রকাশিত: October 14, 2016 , 10:24 pm | বিভাগ: রাইম, স্টোরি এন্ড জোকস


 

pranto

 

pranto+cl

এক তুষার সন্ধ্যার অরণ্যে-শুভজিত প্রান্ত

কার তরে এই গহীন অরণ্য
হয়ত আমি জানি,
জানি সে আসিবেনা মোরে দেখিতে
দূর কোন গাঁয়ে যে তার বাড়ি…….!!!!

মোর বাজী তব ভাবিতে থাকিবে
থামিতে এই ঘোর কালো গোধূলিতে,
আশেপাশে নেই যে কোনো ঠাঁই নেওয়া স্থান
ঘন বন ও বরফ হ্রদের মাঝে……!!!!

গলার ঘন্টা বাজিয়ে জানাবে সে
বাড়িতেছে তারই উৎকন্ঠা,
রহিয়াছে শুধু হিম বাতাসের
শব্দ আর জোর ঝাপটা……!!!!

ঘন বন মম আঁধারেও সুন্দর
তবে দিয়েছি আমি যে কথা,
চোখ মুদিবার আগেই হবে যেতে
শত মাইলের রাস্তা…..!!!!!

 

ঢাকা, ১৪ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম