[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদশিক্ষা প্রতিষ্ঠানে সরকারী কর্মসূচি স্থগিত


প্রকাশিত: October 17, 2016 , 8:52 pm | বিভাগ: ক্যাম্পাস,ন্যাশনাল


 

education+ministry

লাইভ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ঘোষিত ২ দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। গত ৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘোষণা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার প্রতীকী মানববন্ধন ও বুধবার সভা হওয়ার কথা ছিল। ছাত্রীদের নিরাপত্তায় ব্যাপক সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টিতেই এই কর্মসূচী ঘোষণা করা হয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি দুটি স্থগিত করার কথা জানানো হয়। এতে বলা হয়, ১৮ অক্টোবর সকাল ১১টায় সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকী মানববন্ধন পালন ও ২০ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধিজনের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা বিধানে সামাজিক আন্দোলনের বিষয়ে সভা অনুষ্ঠান সংক্রান্ত কার্যক্রম দুটি অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে।

মানববন্ধন ও সচেতনতামূলক সভার পরবর্তী তারিখ ও সময় অবিলম্বে জানানো হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

 

ঢাকা, ১৭ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম