[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদভালো প্রশ্ন করলে ভালো উত্তর দেব,মুশফিক


প্রকাশিত: October 19, 2016 , 2:26 pm | বিভাগ: মিডিয়া এন্ড ইভেন্ট,স্পোর্টস


11350_1

স্পোর্টস লাইভ: অনেকদিন ধরেই সাংবাদিকদের এড়িয়ে চলছেন মুশফিকুর রহিম। এর জন্য সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও নানা প্রশ্নের শিকার হতে হয়েছে। মুশফিক কেন সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করছেন, এতদিন তার উত্তর পাওয়া যায়নি কারো কাছ থেকেই।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিককে পেয়েই সাংবাদিকরা সেই উত্তর জানার চেষ্টা করলেন। কেন সাংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন তাও জানতে চাইলেন অনেকেই। শেষ পর্যন্ত সেই উত্তর পাওয়া গেল। খেলায় মনোযোগ বাড়াতেই নাকি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের এমন এড়িয়ে চলা।

খেলার বাইরের এই বিষয়টি আজ সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে। এ সম্পর্কে মুশফিক বলেন, ‘খেলায় আরো মনোযোগ বাড়াতেই আমি কিছুদিন সংবাদিকদের কাছ থেকে একটু দূরে থাকতে চেয়েছি। তা ছাড়া অনেকদিন খেলা হয়নি বলে তাই দেখাও হয়নি। এর বাইরে তেমন কিছু নয়।’

সাংবাদিকদের প্রতি কোনো ক্ষোভ আছে কি না- এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘না, কোনো ক্ষোভ বা অভিযোগ নেই। তবে আপনারা যদি ভালো প্রশ্ন করেন, তাহলে ভালো উত্তর দেব। আর যদি খারাপ প্রশ্ন করেন, তাহলে কোনো উত্তর দেব না।’

নিজের খারাপ সময়ে সাংবাদিকদের পাশে চাইলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, ‘খারাপ সময়ে যদি আপনাদের কাছ থেকে এতটুকু সহযোগিতা না পাই, তাহলে কেমন হয়? আমি ভালো কিছু করি অনেকেই তা প্রত্যাশা করে। সে জন্য সবার সহযোগিতাও প্রয়োজন।’

ঢাকা, ১৯ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এম এইচ