[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপবিপ্রবিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত: October 19, 2016 , 9:05 pm | বিভাগ: আপডেট,পাবলিক ইউনিভার্সিটি,বরিশালের ক্যাম্পাস


 

PROBIPROBI
পবিপ্রবি লাইভ: পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “দ্যা এসেনশিয়াল ইলেট্রনিক এগ্রিকালচারাল লাইব্রেরী” শীর্ষক দিনব্যাপী ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার কার্যালয় এ তথ্য পাওয়া যায়।

উক্ত কর্মশালাতে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড মো শামসুদ্দীন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড জেহাদ পারভেজ, প্রফেসর ড মো আবুল কাশেম চৌধুরি, প্রফেসর ড মো আব্দুর রশিদ,প্রফেসর ড মো সুলতান মাহমুদ।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লাইব্রেরীর লাইব্রেয়ান মো আনোয়ার হোসেন। কর্মশালা শেষে ভিসি অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরন করেন।

ঢাকা, ১৯ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ