[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপবিপ্রবিতে টিএসসি ও নতুন গেট উদ্বোধন


প্রকাশিত: October 20, 2016 , 6:27 pm | বিভাগ: আপডেট,পাবলিক ইউনিভার্সিটি,বরিশালের ক্যাম্পাস


PSUTU1

পবিপ্রবি লাইভ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক মিলনাতায়ন ( টিএসসি) ও নতুন গেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড মো শামসুদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সব নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড জেহাদ পারভেজ , প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর ড সুলতান মাহমুদ, প্রফেসর ড মো আলী আসগর ভূইয়া, প্রফেসর স্বদেশ সামন্ত, প্রফেসর ড মো আব্দুর রশিদ, প্রফেসর ড মো আবুল কাশেম চৌধুরি,বিভিন্ন অনুষদের ডীন,শিক্ষক শিক্ষিকা বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পরিকল্পনা ,উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো ইউনুস শরিফ সহ প্রমুখ।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস বিশেষ দোয়া পরিচালনা করেন।
ঢাকা, ২০ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ