[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদচবির ‘এ’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন: ফলাফল প্রকাশ রাতেই


প্রকাশিত: October 23, 2016 , 7:09 pm | বিভাগ: আপডেট,চট্টগ্রামের ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


CU

চবি লাইভ: ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এ এস এম আকবর হোছাইন জানান, কোনো ধরনের অভিযোগ ছাড়াই `এ` ও `জে` ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাতেই দুইটি ইউনিটের ফলাফল প্রকাশিত হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এর আগে সকাল ১১টা ১৫মিনিটে ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং বিকল ৩টা ১৫মিনিটে জি-ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নকল বা জালিয়াতির কোনো ঘটনায় ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকায় এটি সম্ভব হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে (www.cu.ac.bd) ফলাফল জানা যাবে।

এদিকে, পরীক্ষা চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেনএবং প্রো-ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুল করিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক প্রফেসর ড. মো. দানেশ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে ৫৫১টি আসনের বিপরীতে ৩২ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী এবং ‘জে’ ইউনিটে ৯২টি আসনের বিপরীতে ৯ হাজার ১৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে। অন্যদিকে, আগামীকাল অনুষ্ঠিত হবে ‘জি’ ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ভর্তি পরীক্ষা।

ঢাকা, ২৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন