[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদকুবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি


প্রকাশিত: October 23, 2016 , 7:48 pm | বিভাগ: আপডেট,চট্টগ্রামের ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


CoU

কুবি লাইভ: ভর্তি আবেদনের সময় বেড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মেধা কনটেস্ট বা ভর্তি যুদ্ধে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণের ইচ্ছুক বিশেষ অবগতির জন্যে যানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের সকল দিক বিবেচনা করে কুবির প্রশাসন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৫ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত এ আবেদন করা যাবে।

উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ ও ৩ ডিসেম্বর। ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd (Help Line: 01557-330381/01557-330382) এ প্রকাশ করা হবে।

তবে এরআগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে। কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকা, ২৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন