[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদআবারও চবিতে প্রক্সি, আটক ৩ শিক্ষার্থী


প্রকাশিত: October 29, 2016 , 4:09 pm | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,চট্টগ্রামের ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


CU

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে গিয়ে আবারও আটকের ঘটনা ঘটেছে। এর আগে ৮ জনকে আটক করা হয়েছিল।

চলমান ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শনিবার সকালে আইন অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার অপরাধে আটক করা হয়েছে ৩ শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ৫০৫ নম্বর কক্ষ থেকে দুইজনকে এবং আরেকটি কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়।

আটক শিক্ষার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে আটক তিনজনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর লিটন মিত্র ক্যাম্পাসলাইভকে জানানন, প্রক্সি দেওয়ার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। সংশ্লিস্টরা জানিয়েছেন, একটি শক্তিশালী সিন্ডিকেটের সদস্য এরা। পেশাদার প্রক্সিবাদ ওই চক্রের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত রয়েছে।

ঢাকা, ২৯, অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএসটি