[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবাকৃবিতে ভর্তি পরীক্ষার ফল রোববার


প্রকাশিত: October 30, 2016 , 12:56 am | বিভাগ: আপডেট,এডমিশন,পাবলিক ইউনিভার্সিটি,ময়মনসিংহের ক্যাম্পাস


bau-live-6

বাকৃবি লাইভ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে। শনিবার সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার হলে উপস্থিতির হার ছিল প্রায় ৭৫ শতাংশ।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিল প্রায় ৩৩ হাজার ২২১ জন শিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে ৬টি অনুষদে ১২০০ আসনের বিপরীতে প্রায় ১০ গুণ শিক্ষর্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

এদিকে রোববার ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। ভর্তির ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

বাকৃবি, ৩০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন