[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদভারতীয় জওয়ানদের জন্য কবিতা বললেন শাহরুখ


প্রকাশিত: October 31, 2016 , 9:21 pm | বিভাগ: শোবিজ


Shahrukh-Khan

শোবিজ লাইভ: তাঁকে বিভিন্ন পরিচয়ে এতদিন দেখেছেন দর্শক। দিওয়ালির মরসুমে এ বার ‘কবি’ শাহরুখ খানেরও পরিচয় পাওয়া গেল। একটি কবিতা বলে ভারতীয় সৈনিকদের দিওয়ালি উইশ করলেন কিং খান। টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন নায়ক। যেখানে সৈনিক ও তাঁর পরিবারের সদস্যদের জন্য স্পেশাল মেসেজ দিয়েছেন। তাঁদের সাহসকে শ্রদ্ধা জানিয়ে সুস্থ থাকার শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতীয় জওয়ানদের দিওয়ালির শুভেচ্ছা জানানোর জন্য ওকটি নতুন ওয়েবসাইট ও অ্যাপ ইতিমধ্যেই তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমির খান, সলমন খান, অক্ষয় কুমারের মতো বলি তারকারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এ বার সেই পথেই হাঁটলেন শাহরুখ। তবে সকলের থেকে তাঁর শুভেচ্ছা দেওয়ার পদ্ধতি একেবারে আলাদা। ধোঁয়াহীন এক সুন্দর দিওয়ালি কাটানোরও পরামর্শ দিয়েছেন বলি বাদশা।
ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ