[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপবিপ্রবির বিএএম অনুষদের দশম ব্যাচের বিদায় অনুষ্ঠান


প্রকাশিত: November 1, 2016 , 12:54 am | বিভাগ: ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি,বরিশালের ক্যাম্পাস


Pstu-sm

পবিপ্রবি লাইভ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিএএম অনুষদের দশম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. শামসুদ্দীন।

‍অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগের শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসর মো. জাকির হোসেন, ড. মো. সুজাহাঙ্গীর কবির ও কয়েকজন বিদায়ী শিক্ষার্থী।

এরআগে সকাল সাড়ে ৯টায় বিএএম অনুষদ ভবনের সামনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি। পরে তার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএসটি