[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজাবিতে দেশের উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা


প্রকাশিত: November 1, 2016 , 2:45 pm | বিভাগ: আপডেট,ঢাকার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


ju

জাবি লাইভ: দেশের সার্বিক উন্নয়নের পথে যুব সমাজ তথা ছাত্র সমাজের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নিয়ে। আলোচনায় উঠে আসে বর্তমান অবস্থা থেকে উত্তরণের সঠিক পথ অনুসন্ধানে ছাত্র সমাজের করণীয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার রুমে কোপেন হেগেন কনসেনসাস সেন্টার ও ব্রাক গবেষনা ও মূল্যায়ন বিভাগের যৌথ উদ্যেগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের কি কি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ালে ভবিষৎতে কেমন সফলতা আসবে। এ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, কৃষি উপাদনশীলতা বৃদ্ধি, শিক্ষাসহ মোট ২৫ টি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়া কোন কোন ক্ষেত্রে কেমন ব্যায় করলে অথবা কিভাবে ব্যায় করলে তার সফলতা কি হবে তা এখানে তুলে ধরা হয়। শিক্ষার্থীারা তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্ধারন করে যুক্তি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর মনোয়ার হোসেন। এছাড়া ব্রাকের গবেষনা বিভাগের গবেষক শহিদুল ইসলাম,তরিকুল ইসলাম প্রমুখ।

ঢাকা, ১ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ