[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনতুন আইরিন যে ভাবে আসছে! ( ভিডিও)


প্রকাশিত: November 2, 2016 , 3:55 am | বিভাগ: শোবিজ


Ayrin shobiz

শোবিজ লাইভ: এর আগে দুইবার আইরিন অভিনীত এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটির মুক্তি তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু পরিচালক নিজেই তা পিছিয়ে নেন।

 

কারণ হিসেবে জানা গেছে, ‘আয়নাবাজি’ সিনেমার সাফল্যকে স্বাগত জানাতে এবং হল মালিক ও বুকিং এজেন্টদের অনুরোধে নিজের সিনেমার মুক্তি থেকে পিছিয়ে পড়েন অলিক। কিন্তু এবার আর পিছু হটা নয়।

 

এবার সিনেমাটি নিয়ে দর্শকের সামনে আসছেন এস এ হক অলিক। তার নির্মিত আইরিন অভিনীত ‘এক পৃথিবী প্রেম’-এ নতুন এক আইরিনকে দেখবেন বলেও জানান এ পরিচালক। তিনি বলেন, আমি আইরিন অভিনীত কয়েকটি সিনেমা দেখেছি। তার অভিনয় দেখেই আমার সিনেমাতে তাকে নেয়া।

 

কিন্তু আমার সিনেমায় দর্শক নতুন এক আইরিনকে খুঁজে পাবেন। আমার বিশ্বাস তার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন, তার চোখের পানিতে দর্শকও চোখ ভেজাবেন। নতুন করে দর্শক সত্যিকারের অভিনেত্রী আইরিনকে খুঁজে পাবেন।

 

শুধু তাই নয় এটি একটি পারিবারিক গল্পের সিনেমা। তাই যেসব সিনেমা হলে পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার পরিবেশ আছে সেসব হলেই এটি মুক্তি দেয়ার চেষ্টা থাকবে।

আইরিন বলেন, অলিক ভাই আমাকে এই সিনেমাতে অভিনয়ে দারুণভাবে সহযোগিতা করেছেন। আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে এটি নিয়ে তার সঙ্গে বেশ কয়েকবার আলোচনাও করি আমি। সবমিলিয়ে আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জও ছিল।

এই সিনেমায় সিনিয়র শিল্পী যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই আমাকে খুব সহযোগিতা করেছেন। অলিক জানান, এতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামুসজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদ, বিপাশা কবির প্রমুখ।

 

আসছে ২৩শে ডিসেম্বর ছবিটি মুক্তি উপলক্ষে অলিক চূড়ান্তভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। উল্লেখ্য, আইরিন অভিনীত অন্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ, আলভী আহমেদের ‘ইউটার্ন’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’।

ভিডিও:

ঢাকা, ১ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএসটি