[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজয়পুরহাটে আয়কর মেলা শুরু


প্রকাশিত: November 2, 2016 , 7:59 pm | বিভাগ: বিজনেস


VET

জয়পুরহাট লাইভ: ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে জয়পুরহাটে। জয়পুরহাট টাউন হল চত্তরে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। এ উপলক্ষে বুধবার টাউন হল চত্তরে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী ও বগুড়া কর অঞ্চলের কমিশনার একেএম বদিউল আলম।

এ আয়কর মেলায় করদাতাদের ই-টিআই এন রেজিষ্টেশন/ রি-রেজিষ্টেশন, আয়কর রিটার্ণ দাখিলের সুবিধা, ব্যাংকের অস্থায়ী বুথে আয়কর জমাদানের সুবিধা ও করদাতাদের রিটার্ণ পূরন সংক্রান্ত সহযোগীতার জন্য কর পরামর্শসহ বিভিন্ন সেবা দানে ১২ টি স্টল বসানে হয়েছে।
ঢাকা, ২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ