[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদচবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তদন্তে কমিটি গঠন


প্রকাশিত: November 3, 2016 , 6:17 pm | বিভাগ: আপডেট,চট্টগ্রামের ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


CU_1
চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীন ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে ভিসির কার্যালায়ে ‘সি’ ইউনিটের ভর্তি কমিটির এক প্রতিবেদন দাখিলের পর এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহমদকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে আরো সদস্য করা হয় অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হেলাল উদ্দীন চৌধুরীকে। গঠিত কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে ভিসির কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।এর আগে ভর্তি পরীক্ষায় জালিয়াতি নিয়ে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় গতকাল (বুধবার) ভিসির মৌখিক নির্দেশে সি-৩ ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

অভিযোগ উঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত হওয়া সি-৩ ইউনিটের প্রশ্নপত্রেই ‘বিশেষভাবে’ উত্তর চিহ্নিত ছিল। প্রশ্নপত্রে ১০০টি প্রশ্নের সঠিক উত্তরের অপশনে ঝাপসা করে দেয়া হয়। বিষয়টি নিয়ে পরীক্ষার পরে বিভিন্ন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অভিযোগ তোলে।

পরদিন মঙ্গলবার উক্ত ইউনিটের ফলাফল প্রকাশের অভিযোগটি আরো দৃঢ় হয়। প্রকাশিত ফলে দেখা যায় পর ১২০ এর মধ্যে ১১৮.৯৯ পেয়ে প্রথম স্থান অধিকার করে এক শিক্ষার্থী। এছাড়া ফলাফলের ১ম সারির বাকি ২৯ জনই অস্বাভাবিক নম্বর পেয়ে উর্ত্তীণ হয়। যা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইতিহাসে বিরল।

এবছর সি-৩ (বিজ্ঞান শাখা) ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩৮টি আসনের বিপরীতে ৫ হাজার ৭৫৮ জন শিক্ষার্থী আবেদন করে।
ঢাকা, ৩, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ