[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদকুয়েট ভিসি’র সাথে বিদেশী প্রতিনিধিদলের সৌজন্য স্বাক্ষাত


প্রকাশিত: November 5, 2016 , 4:52 pm | বিভাগ: আপডেট,খুলনার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


KUET

কুয়েট লাইভ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সাথে আজ শনিবার সকাল ১১টায় তাঁর নিজ দপ্তরে একটি বিদেশী প্রতিনিধি দল সৌজন্য স্বাক্ষাত করেছেন ।

প্রতিনিধি দলে ছিলেন ‘ভায়োলা ভিটালিস এবি’ সুইডেন এর সিইও ড. কাদের আব্দুল, বোর্ড মেম্বার ক্যাটরিন লান্ডকভিস্ত ও মনিকা লারসন, ডিরেক্টর ড. সাজ্জাদ হায়দার, সিনিয়র ওপারেশনাল ম্যানেজার ড. মোঃ এ সালাম, , প্রজেক্ট ম্যানেজার জুবাইদুল হক সবুজ, ফিসান্স এ্যাসোসিয়েট রিহাবুন নাহার, রিসার্স অফিসার নাজমা লুপিন, ফাইনান্স এ্যাডভাইজার বেলাল সিরাজি। এসময় কুয়েটের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভায়োলা ভিটালিস সর্বশেষ গবেষনার ফলাফল ও উদ্ভাবন নিয়ে পুষ্টি ভিত্তিক স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীকে প্রদানের লক্ষে উদ্ভাবনী ও উচ্চ মানের পুষ্টি উপাদান সমৃদ্ধ বিভিন্ন ধরনের পন্য উৎপাদন করে। সৌজন্য স্বাক্ষাতকালীন সময়ে প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দলটি কুয়েট ভিসির সঙ্গে আলোচনা করেন।

ঢাকা, ৫, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ