[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবুটেক্সে প্রতি আসনে লড়বে ৩০ জন


প্রকাশিত: November 6, 2016 , 1:34 pm | বিভাগ: আপডেট,ঢাকার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


butex

বুটেক্স লাইভ: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়েছে।আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অফিসের সাথে যোগাযোগ করলে রেজিষ্টার অফিস থেকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জানানো হয়।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন জমা পড়েছে ১৭০১৩ টি।উক্ত শিক্ষাবর্ষে ৫৬০ টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়বে ৩০ জন শিক্ষার্থী। উল্লেখ্য পদার্থ,রসায়ন,গণিত ও ইংরেজীতে আবেদনের যোগ্যতা ১৯ ও ২য় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ বন্ধ হওয়ার পরেও ১৭০১৩ টি আবেদন জমা পড়েছে।

এই আবেদনের পরিমাণ এখন পর্যন্ত উক্ত যোগ্যতায় বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ। এই শিক্ষাবর্ষে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন,এপ্যারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০ জন, টেক্সটাইল ফ্যাশন ডিজাইন বিভাগে ৪০ জন,ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন,

টেক্সটাইল মেশিন ডিজাইন এন্ড মেইনটেনেন্স বিভাগে ৪০ জন ও ডাইস এন্ড ক্যামিকেলস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা, ৬, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ