[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবাগাছাসের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ


প্রকাশিত: November 6, 2016 , 3:52 pm | বিভাগ: ন্যাশনাল


Bagasas

শেরপুর লাইভ: সম্প্রতি ঢাকার বাড্ডায় গারো মেয়েকে ধর্ষনের প্রতিবাদে আজ রোববার দুপুরে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) শেরপুর জেলা শাখার আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাগাছাস শিক্ষার্থীরা বেলা ১২ টায় শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করা হয়। পরে শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ঢাকায় গারো মেয়ের ধর্ষনকারীর ফাঁসিসহ সকল গারো আদিবাসী নারীর ধর্ষন মামলার দ্রুত নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এসময় বাগাছাস শেরপুর জেলা শাখার সভাপতি সুদর্শন মারাক, কেন্দ্রীয় নেতা রনিক, সজল চিসিম, অনিক সাংমা প্রমূখ নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গারো ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
ঢাকা, ৬, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ