[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমোবাইলের আলোয় ফুটবল ম্যাচ!


প্রকাশিত: December 28, 2013 , 7:16 pm | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস লাইভ: লিস্টার কিং পাওয়ার স্টেডিয়ামে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে লিস্টার সিটি ও রিডিংয়ের ম্যাচটির বেশ কিছুক্ষণ চলেছে মোবাইলের আলোয়। ম্যাচ শুরুর আগে একবার বিদ্যুৎ চলে গেলেও খেলা শুরুর আগে চলে আসে। তবে ম্যাচের মাঝখানে বৈদ্যুতিক গোলযোগে আলোর স্বল্পতা দেখা দেয়। তখন রেফারি খেলা বন্ধ করে দিতে চান। লিস্টার সিটি ততক্ষণে ১-০ গোলে এগিয়ে। দারুণ উজ্জীবিত ছিল লিস্টার সিটির সমর্থকরা।

ওই অবস্থায় গ্যালারিতে থাকা দর্শকরা তাদের মোবাইলগুলো একে একে জ্বালিয়ে দিল। একটু আলোকিত হলো মাঠ। দর্শকরা মোবাইলের আলোতে খেলা চালানোর দাবি জানায় রেফারিকে। শেষ পর্যন্ত দর্শদের দাবিকে মেনে নিয়ে মোরাইলের আলোয় খেলা শুরু করেন রেফারি। কিছুক্ষণের জন্য খেলা চলে মোবাইলের আলোয়, তবে পরেক্ষণে জেনারেটরের আলোতে আলোকিত হয়ে ওঠে মাঠ।

ঢাকা, ২৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম) // টিকে