[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদ‌‘ভবিষ্যতে শীর্ষস্থানীয় ব্যাংক কর্মকর্তা হতে চাই’


প্রকাশিত: June 23, 2014 , 4:20 pm | বিভাগ: ইন্টারভিউ,পাবলিক ইউনিভার্সিটি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় `সি` ইউনিটে প্রথম হন সানজিদা নাসরিন। ভর্তি পরীক্ষায় ৩ টি ইউনিটের ১৭ বিভাগের ৮০০ আসনের জন্য লড়াই করেন ৩৬ হাজারেরও বেশি শিক্ষার্থী। তার এই সাফল্যের কথা জানিয়েছেন ক্যাম্পাসলাইভ২৪.কমকে। সাক্ষাৎকার নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাইভ প্রতিবেদক রাসেল মাহমুদ।

ক্যাম্পাসলাইভ২৪.কম: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে কেমন লাগছে?
সানজিদা: অনেক ভালো লাগছে। কারণ, হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে আমি প্রথম হয়েছি। এই একজন হওয়ার আনন্দ যে কতো তা বলে বোঝানো যাবে না।

ক্যাম্পাসলাইভ২৪.কম: ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান ?
সানজিদা: আমি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং নিয়ে বিবিএ পড়ছি। নিজেকে একজন শীর্ষস্থানীয় ব্যাংক কর্মকর্তা হিসেবে দেখতে চাই।

ক্যাম্পাসলাইভ২৪.কম: আপনার এই প্রথম হওয়ার সাফল্যের রহস্য কি?
সানজিদা: নিয়মিত পড়াশোনা এবং সঠিক গাইড লাইনের মাধ্যমে আমার এই সাফল্য।

ক্যাম্পাসলাইভ২৪.কম: আপনার এই ফলাফলে কেউ কি সহায়তা করেছে?
সানজিদা: হ্যাঁ, শুরু থেকে আমার পরিবার নানাভাবে সাহায্য ও উৎসাহিত করেছে।

ক্যাম্পাসলাইভ২৪.কম: এইবার যারা এইচ এস সি পরীক্ষা দিচ্ছে তাদের উদ্দেশে কিছু বলুন?
সানজিদা: ভালভাবে পরীক্ষা শেষ করেই পড়াশুনা শুরু করে দিতে হবে। একদম সময় নষ্ট করা যাবে না। লক্ষ্যে পৌঁছে জীবনের সাফল্য অর্জন করতে হবেই।

ঢাকা, ১৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এসএইচ/এমএইচ