[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদকুয়েটে আন্তঃহল টুর্নামেন্ট ১০ জানুয়ারী


প্রকাশিত: January 4, 2014 , 11:51 am | বিভাগ: স্পোর্টস


কুয়েট লাইভ : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারী। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করবেন মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মুহাম্মদ আলমগীর হোসেন।

শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ডঃ এম. এ. রশীদ হল ১-০ গোলে ফজলুল হক হলকে পরাজিত করে এবং ফাইনাল ম্যাচে যাওয়া নিশ্চিত করে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডঃ এম. এ. রশীদ হল তাদের শিরোপা ধরে রাখার জন্য লড়বে। ফাইনালে তাদের প্রতিপক্ষ থাকবে অমর একুশে হল ।

কুয়েট, ৪ জানুয়ারী (ক্যাম্পাসলাইভ২৪.কম) // আআনূ