[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপুত্র সন্তানের বাবা হলেন ক্যাসিয়াস


প্রকাশিত: January 4, 2014 , 9:06 pm | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস লাইভ: প্রথমবারের মতো বাবা হয়েছেন স্পেনের গোলরক্ষক ও রিয়ালের ক্যাপ্টেন  ইকার ক্যসিয়াস। শুক্রবার বিকেলে ক্যাসিয়াস তার প্রথম পুত্র সন্তানের বাবা হন। ক্যাসিয়াসের ক্লাব রিয়াল মাদ্রিদ সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

স্পেনের রাজধানী মাদ্রিদের রুবের আন্তর্জাতিক ক্লিনিকে পুত্র সন্তানের জন্ম দেন পেশায় ক্রীড়া সাংবাদিক কার্বেনেরো। জন্মানোর সাথে সাথেই ক্যাসিয়াস পুত্রের নাম ও  ঠিক হয়ে যায়। ক্যাসিয়াস-কার্বেনেরো জুটি নিজেদের নামের অংশ জুড়ে ছেলের নাম রেখেছেন মার্তিন কার্বোনেরো ক্যাসিয়াস।

জন্মের সময় মার্তিনের ওজন ছিলো ৩ কেজি ৮৫০ গ্রাম । তার মাও সুস্থ আছেন বলে জানান ক্যাসিয়াস।

প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দে আত্মহারা ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিজের ওয়েবসাইটে জানান, “আপনাদের সঙ্গে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত – আমার ছেলের জন্ম হওয়ার আনন্দটা ভাগাভাগি করতে চাই।”

“অপেক্ষার দীর্ঘ কয়েক মাস পর অবশেষে মার্তিন আমাদের মাঝে এসেছে”, যোগ করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাসিয়াস।

ক্যাসিয়াস পুত্রের জন্য রইলো অনেক শুভকামনা।

ঢাকা/জেএইচ, ৪ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এসআর