[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদডব্লিউটিএ আপিয়ায় সানিয়া জুটির হার


প্রকাশিত: January 7, 2014 , 5:39 pm | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস লাইভ: নতুন বছরের প্রথম ম্যাচেই হেরেছেন ভারতের প্রমিলা টেনিস তারকা সানিয়া মির্জা ও জিম্বাবুয়ের কারা ব্ল্যাক জুটি। ডব্লিউটিএ আপিয়া ইন্টারন্যাশনাল টেনিসের প্রথম রাউন্ডে তারা ৩-৬, ২-৬ সেটে হেরেছেন অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়া জুটি জারমিলা গাজডোসোভা ও আজলাত টমজানোভিচ জুটির কাছে।

উল্লেখ্য, ২০১৩ সালে সানিয়া ও ব্ল্যাক জুটি জাপান ও চীনে পরপর দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আগামী অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন সানিয়া ও ব্লাক জুটি।

ঢাকা, ০৭ জানুয়ারী (ক্যাম্পাসলাইভ২৪.কম) // টিকে