[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবাজারে আসছে নতুন টাকা


প্রকাশিত: July 2, 2014 , 9:05 pm | বিভাগ: বিজনেস


লাইভ প্রতিবেদক : রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাড়তি অর্থের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন টাকা সরবরাহ করবে। ৭ জুলাই থেকে সারা দেশে বাংলাদেশ ব্যাংক ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৫০ টি শাখা থেকে এই অর্থ সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসিম কুমার বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ২২ হাজার ৩শ` ৮৫ হাজার টাকা সরবরাহ করা হবে। যার মধ্যে নতুন নোট থাকবে ২১ হাজার ৩শ` ৬৬ কোটি টাকা। ঈদে সালামির জন্য নতুন নোট সহ অর্থের বাড়তি চাহিদা মেটাতে সব ধরনের প্রস্তুতির কথাই জানিয়েছেন তিনি।

সব ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করেই থাকে বাড়তি অর্থের চাহিদা। বিশেষ করে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল ফিতর উপলক্ষে সবাই চায় নতুন টাকা। তবে রমজানের শুরু থেকেই বিভিন্ন দান সদকার জন্য যারা নতুন নোট খুঁজছেন তাদের ভরসা গুলিস্তানের ফুটপাতের টাকা বিক্রেতারা।

ইতিমধ্যেই নতুন টাকা কেনার জন্য ক্রেতাদের গুলিস্তানের নতুন নোট বিক্রির দোকানগুলোতে ভীড় করতে দেখা গেছে। এদিকে সামনের দিনগুলোতে নোট বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

ঢাকা, ২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরএ//আরজে