[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনতুন মুদ্রানীতি ঘোষণা ২৭ জানুয়ারি


প্রকাশিত: January 22, 2014 , 6:53 pm | বিভাগ: বিজনেস


লাইভ প্রতিবেদক: আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০১৪) মুদ্রানীতির ধরন আগের মতোই `ভারসাম্যপূর্ণ` রাখছে কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিনিয়োগ চাহিদা কম থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হচ্ছে আগের মুদ্রানীতির মতোই।

বাংলাদেশ ব্যাংক প্রতি ৬ মাস অন্তর আগাম মুদ্রানীতি ঘোষণা করে। মুদ্রানীতি ঘোষণাপত্রে আগামী দিনে আর্থিক খাত পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থান স্পষ্ট করা হয়। পরবর্তী ৬ মাসে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে তার একটা ধারণা মুদ্রানীতি ঘোষণায় স্থান পায়। মুদ্রানীতিকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অর্থনীতিবিদ, সাবেক গভর্নর, ব্যাংকারসহ বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছে।

 

জানা গেছে, নতুন মুদ্রানীতিতে পণ্য ও সেবার দাম বৃদ্ধি যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে মূল্যস্ফীতি সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে রাখার চেষ্টা থাকবে। এছাড়া নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতায় ব্যবসা-বাণিজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। এতে করে ব্যবসায়ীরা এখনও নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। এ কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ থেকে ৬ দশমিক ১ শতাংশের মধ্যে থাকতে পারে।

 

ঢাকা, ২২ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম) // টিকে