[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপরীক্ষার চাপে হাবিপ্রবিতে ফাগুনের আনন্দ মাটি


প্রকাশিত: February 13, 2014 , 3:33 pm | বিভাগ: রংপুরের ক্যাম্পাস


হাবিপ্রবি লাইভ: পরীক্ষার চিন্তায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবের আনন্দ মাটি হয়ে গেছে। ক্যাম্পাসে ফাগুনের আগুন মলিন হয়ে গেছে শিক্ষার্থীদের। সকাল থেকেই শিক্ষার্থীদের বসতে হয়েছে পরীক্ষার হলে। আবার অনেক শিক্ষার্থীকে বই, শীট নিয়ে ছুটোছুটি করতে দেখা গেছে। কেউ কেউ আবার গ্রুপ স্টাডিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

তবে এরই মাঝে গুটি কয়েক শিক্ষার্থীর মনে দোল দিয়ে গেছে ফাগুনের বাতাস। হাতে গোনা শিক্ষার্থীকে বসন্তের পোশাকে দেখা গেছে।

কয়েক শিক্ষার্থী জানান, পরীক্ষা থাকায় এবার বসন্তকে মনের মতো করে বরণ করে নিতে পারছেন না। তবে সামনের বসন্ত তারা পালন করবেন ঘটা করেই।

হাবিপ্রবি, ১৩ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন