[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদটিআইবির প্রতিবেদন শিক্ষামন্ত্রীর হাতে


প্রকাশিত: July 14, 2014 , 7:57 pm | বিভাগ: আদার ইন্সটিটিউট


লাইভ প্রতিবেদক : সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদন শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছে টিআইবি। সোমবার দুপুরে ডাকযোগে এ প্রতিবেদ সচিবালয় পাঠানো হয়। পরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে প্রতিবেদনটি শিক্ষামন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী প্রতিবেদনটি ফটোকপি করে ভারপ্রাপ্ত শিক্ষাসচিব, অতিরিক্ত সচিবকে (বিশ্ববিদ্যালয়) দিয়েছেন। শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট শাখাকে প্রতিবেদনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলেছেন।

উল্লেখ্য, গত ৩০ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম-দুর্নীতির বিষয় প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঢাকা, ৭ জুলাই(ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরজে