[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপৃথিবীর শেষ প্রান্তে রহস্যময়ী গুহা!


প্রকাশিত: July 17, 2014 , 5:45 pm | বিভাগ: অসাম নিউজ


ইন্টারন্যাশনাল লাইভ : পৃথিবীর শেষ প্রান্ত কোথায়? কেমনইবা শেষ প্রান্তের দৃশ্য। ভাবতে ভাবতে বিজ্ঞানীরা পেয়েছেনে এমন এক রহস্যময় গুহার ঠিকানা। যার অবস্থান রাশিয়ায়। স্থানীয়রা একে ‘পৃথিবীর শেষপ্রান্ত’ (End of the world) বলে অভিহিত করেছেন।

এটি রাশিয়ার সর্ব উত্তর, প্রত্যন্ত ও বিচ্ছিন্ন অঞ্চলে অবস্থিত বলে জানিয়েছে স্কাই নিউজ।

গুহাটি প্রায় ২৬০ ফুট প্রশস্ত। এ গুহার উদ্ভবের কারণ সম্পর্কে কিছুই জানতে পারেনি বিশেষজ্ঞরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রহস্যময় গুহাটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। ভিডিও ধারক জানান, মাটির গভীর অন্ধকার থেকে গুহাটির সৃষ্টি হতে পারে এবং এর ঊর্ধ্বমুখে অতি তাপমাত্রা বিদ্যমান।

সকল ঋতুতেই এখানে থাকে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শীতকালে সূর্য উঠলেও তাতে থাকে শীতের আবহ।

বৃহস্পতিবার সাইবেরিয়াভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য আর্কটিক ও রাশিয়ার অ্যাকাডেমি অব সায়েন্সের দুই গবেষক জানিয়েছেন, তারা ওই এলাকার মাটি ও পানি সংগ্রহ করবেন বিষয়টি খতিয়ে দেখার জন্য।

উল্লেখ্য, রাশিয়ার এ অঞ্চলটি অত্যন্ত গ্যাসসমৃদ্ধ। অনুমান করা হচ্ছে, মাটির অভ্যন্তরে বিস্ফোরণের ফলে এই রহস্যময় গুহার সৃষ্টি হতে পারে।

ঢাকা//এমএল, ১৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এসএস