[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদঈদুল ফিতরের তেরোটি সুন্নত


প্রকাশিত: July 28, 2014 , 4:51 pm | বিভাগ: এডভাইস


লাইভ প্রতিবেদক
ইসলাম ধর্মের পুরোপুরি অনুশাসনমেনে ঈদুল ফিতর উদযাপনে ১৩টি সুন্নত রয়েছে। এ সুন্নত বা তরিকা মোতাবেক ঈদ উদযাপন করতে পারলে পুরোপুরি সওয়াব পাওয়া যায় বলে মত দেন ধর্মীয় বিশেষজ্ঞগণ।

যে কাজ দিয়ে সুন্নত তরিকা মোতাবেক ঈদ শুরু করতে হবে তা হলো-
১. ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।
২. মেস্ওয়াক করা।
৩. গোসল করা।
৪. যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা।
৫. শরীয়ত-সম্মত সাজসজ্জা করা।
৬. খুশবু লাগানো।
৭. ঈদগাহ যাওয়ার পূর্বে কোন মিষ্টি-দ্রব্য খেয়ে নেওয়া।
৮. আগে আগে ঈদগাহে যাওয়া।
৯. ঈদগাহ যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির (ফেতরা) না দিয়ে থাকলে দিয়ে যাওয়া।
১০. ঈদগাহে গিয়ে ঈদের নামায পড়া। বিনা ওযরে ঈদেরনামায মসজিদে না পড়া।
১১. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
১২. যাওয়ার সময় এই তাকবীরআস্তে আস্তে পড়তে পড়তে যাওয়া-
ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ ﻻﺍﻟﻪ ﺍﻻﺍﻟﻠﻪ ﻭﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ
ﻭﻟﻠﻪ ﺍﻟﺤﻤﺪ “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লালাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহুআকবার ওয়ালিল্লাহিল হামদ্।”
১৩. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন
করা।
২৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জিএ